বাতাস হলো বায়ুপ্রবাহ। তাপমাত্রার উঠানামার কারণে এই বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। পদার্থ বিজ্ঞান অনুসারে, বায়ুবীয় (গ্যাস) ও তরল বস্তু গরম তাপমাত্রার জায়গা থেকে ঠান্ডা তাপমাত্রার জায়গার দিকে প্রবাহিত হয়। আমাদের এই বায়ুমন্ডলে যেসব গ্যাস রয়েছে, তার বেশিরভাগই হলো, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। আর এসব গ্যাস বর্ণহীন। তাই আমরা এদের দেখতে পাই না আর এদের প্রবাহ তথা বাতাস আমরা দেখতে পাই না। এসব গ্যাস পৃথিবীর গরম এলাকা থেকে ঠান্ডা।এলাকার দিকে ছুটতে থাকে। যদি আপনার দক্ষিণের এলাকা গরম আর উত্তরের এলাকা ঠান্ডা হয়ে থাকে, তাহলে আপনি দখিনা বাতাস অনুভব করবেন। বাংলাদেশে বেশিরভাগ সময়ই দখিনা বাতাস প্রবাহিত হওয়ার কারণ, এর উত্তরে হিমালয়, যা ঠান্ডা। আর দক্ষিণের দিকের এলাকা তুলনামূলক গরম। তাই আমরা দখিনা বাতাস অনুভব করি।