আমাদের হৃদপিণ্ডটি খুবই কৌতূহলোদ্দীপক। প্রাচীনকাল থেকেই মানুষের এই বিশেষ অঙ্গটির ব্যাপারে কৌতূহল এবং আগ্রহের শেষ নেই। আবার সাহিত্যিকরাও এই হৃদপিণ্ড নিয়ে হরেকরকম সাহিত্য রচনা করেছেন। হৃদপিণ্ডটি মূলত 'হৃদপেশি' নামক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। আপনি চাইলেও হৃদপিণ্ডের কম্পনকে থামিয়ে রাখতে পারবেন না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মাতৃগর্ভেই হৃদপিণ্ডের কম্পন শুরু হয়, যা চলে মৃত্যুর আগ পর্যন্ত।
আমরা জানি, সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতি মিনিটে গড়ে ৬০-১০০ বার হৃদকম্পন হয়ে থাকে। তবে শিশুদের ক্ষেত্রে এই কম্পনসংখ্যা কিছুটা আলাদা। জন্মের পর তিন মাস অবধি শিশুদের প্রতি মিনিটে গড়ে ১০০-১৫০ বার কম্পন হয়, ১-৩ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ৭০-১০০ বার এবং ১২ বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে ৫৫-৮৫ বার হৃদকম্পন হয়ে থাকে।
আপনি কি কখনো ভেবে দেখেছেন, সারাজীবনে আমাদের মোট হৃদকম্পন সংখ্যা কত হতে পারে? এই সংখ্যাটি কি সান্ত? না-কি অনন্ত? আসুন জেনে নিই এই ব্যাপারে। সাধারণ সময়ে আমাদের হৃদপিণ্ডে প্রতি মিনিটে গড়ে ৬০-১০০ বার হৃদকম্পন হয়ে থাকে। তবে, আপনি যখন কায়িক পরিশ্রম করেন, তখন আপনার হৃদকম্পনের সংখ্যা বেড়ে যায়। কেননা, তখন সারা দেহে বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করা প্রয়োজন। হিসাব করার সুবিধার্থে ধরে নিই প্রতি মিনিটে গড়ে আপনার ৮০ বার হৃদকম্পন হয়। তাহলে একঘণ্টায় আপনার মোট হৃদকম্পন সংখ্যা হবে (৮০*৬০)=৪৮০০। তাহলে একদিনে আপনার হৃদকম্পন সংখ্যা হবে (৪৮০০*২৪)= ১,১৫,২০০। তাহলে একবছরে মোট হৃদকম্পন সংখ্যা হবে (১,১৫,২০০*৩৬৫)= ৪২,০৪৮,০০০। আর যদি অধিবর্ষ হয়, তবে সে সংখ্যা হবে (১,১৫,২০০*৩৬৬)= ৪২,১৬৩,২০০।
২৭এ জুন,২০২১ এ প্রথম আলো পত্রিকার একটি খবরে দেখা যায় বর্তমানে বাংলাদেশের গড় আয়ু ৭২.৮ বছর। একজন বাংলাদেশী মানুষ যদি ৭২.৮ বছর বাঁচেন, তবে তার জীবনে প্রায় ১৮ টি লিপ ইয়ার আসবে(আনুমানিক)। তবে তার জীবনের মোট হৃদকম্পন সংখ্যা হবে (৪২,০৪৮,২০০*৫৪.৮)+(৪২,১৬৩,২০০*১৮)= ২৩০৪২৪১৩৬+৭৫৮৯৩৭৬০০
=৯৮৯৩৬১৭৬৩ টি।
তাহলে একজন বাংলাদেশীর জীবনের সর্বমোট হৃদকম্পন সংখ্যা হবে প্রায় ৯৮৯৩৬১৭৬৩।
অন্যদিকে আমরা যদি বৈশ্বিক অবস্থা চিন্তা করি, তবে দেখি যে একজন মানুষের গড় আয়ু ৭৩.২ বছর। যদি একজন মানুষ ৭৩.২ বছর বাঁচেন তবে তার জীবনে অধিবর্ষ আসবে প্রায় ১৮ টি। তাহলে ৭৩.২ বছর বেঁচে থাকা একজন মানুষের জীবনের মোট হৃদকম্পন হবে-
(৪২,০৪৮,২০০*৫৫.২)+(৪২,১৬৩,২০০*১৮)
= ২৩২১০৬০৬৪ + ৭৫৮৯৩৭৬০০
= ৯৯১০৪৩৬৬৪
তাহলে সারাবিশ্বে গড়ে মানুষের জীবনের মোট হৃদকম্পন সংখ্যা হবে ৯৯১০৪৩৬৬৪।
তাহলে দেখা যাচ্ছে যে, আমাদের জীবনের মোট হৃদকম্পন সংখ্যা মোটেই অসীম নয়। এটি আমরা গুণতে পারি। যদিও এই সংখ্যাটি আক্ষরিক অর্থেই বিশাল!
- হায়াত মোহাম্মাদ ইমরান আরাফাত