আপনার সামনে হঠাৎ কেউ ধপাস করে পড়ে গেল, আর এদিকে আপনি কিছুতেই হাসি আটকাতে পারছেন না। খুব কম মানুষই পাওয়া যাবে, যে এমন অবস্থায় হাসি আটকে রাখতে পারে। তবে কাউকে উঁচু ছাদ থেকে পড়তে দেখলে কিন্তু আমাদের হাসি পায় না। এমনটা কেন? এর পিছনেও কি বিজ্ঞানের কোন ব্যাখ্যা আছে?
হ্যাঁ, অবশ্যই আছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা এর পিছনে একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন। বিষয়টাকে তারা 'প্লে ফ্রেম' নামে ব্যাখ্যা করেন, যা একটি বাস্তব-জীবনের ঘটনাকে একটি অ-গুরুতর প্রেক্ষাপটে রাখে এবং অস্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, যদি কেউ ২০তলা বিল্ডিং থেকে পড়ে মারা যায় তখন তা আমাদের কাছে মজার মনে হয় না কেন? কারণ তখন 'প্লে ফ্রেম' পড়ন্ত ব্যক্তির কষ্ট অ-গুরুতর প্রেক্ষাপটে রাখে না, যার কারণে ব্যাপারটাকে আমাদের কাছে গুরুতর মনে হয়। কিন্তু যখন একজন মহিলা সিঁড়ি দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ পড়ে যায়, তখন ফ্রেমটি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ব্যাপারটাকে তখন আমাদের অ-গুরুতর এবং হাস্যকর বলে মনে হয় তাই আমাদের হাসি পাই ।
টমাস হবস নামে একজন বিখ্যাত দার্শনিক আরেকটি আকর্ষণীয় তত্ত্ব দিয়েছেন যে, কেন আমরা অন্যের ব্যথায় আনন্দ পাই। তার মতে, হাসি উৎপন্ন হয় শ্রেষ্ঠত্বের জায়গা থেকে। জনসমক্ষে নিজেকে বোকা বানাচ্ছে এমন কাউকে দেখে আপনার হাসি পাবে কারণ তখন সেই মুহুর্তে আপনি তাকে ছোট করছেন এবং নিজেকে বড় মনে করছেন।
আরও একটি বিষয় হতে পারে, তাহলো আমাদের সহানুভূতির অভাব। উদাহরণস্বরূপ, কৌতুক অভিনেতারা পড়ে গিয়ে নিজেদের আঘাত করে আমাদের হাসতে বাধ্য করে আর আমরাও হাসি। তাদের কষ্টে আমাদের হাসার কারণ জানতে চাইলে আমরা বলব এটি তো তাদের কাজ, তাই না? কিন্তু যখন আমাদের পরিবারের সদস্যদের মতো আমাদের কাছের কেউ পড়ে আঘাত পায়, তখন এটি আমাদের কাছে কখনই হাস্যকর মনে হবে না। তাই মানুষটার প্রতি সহানুভূতি যত কম হবে, তার কষ্টে হাসির পরিমাণও তত বেশি হবে।
গবেষকদের মতে আরও একটা বিষয় এর পিছনে থাকতে পারে, তাহলো আমরা এমন কিছু নিয়ে হাসতে পারি যা আমাদের সামনে হঠাৎ ঘটে। যেমন- কারোর হঠাৎ পড়ে যাওয়া, এটি সর্বদা অপ্রত্যাশিত এবং সেই কারণেই আমাদের মস্তিষ্ক এটিকে মজার বলে মনে করে আর তাই তখন আমরা চাইলেও হাসি আটকে রাখতে পারি না।
তবে শেষ কথা এই যে, অন্যের পড়ে যাওয়া দেখে হাসা কিন্তু মোটেও উচিৎ না, এতে সে আরও বেশি অসহায় অনুভব করবে। যদিও অনেক সময় আমরা এমন মুহূর্তে অনিচ্ছাকৃত হেসে ফেলি, তবে আমাদের উচিত হাসি নিয়ন্ত্রণ করে তাকে সাহায্য করার চেষ্টা করা। ব্যাপারটা এমন যে, বিষয়টাকে আপনি গুরুতরভাবে নিলে আপনার হাসি পাবে না। অন্যথায় আপনি হাসি আটকে রাখতে পারবেন না।
Tanjina Sultana Shahin | Team Science Bee