Laboni Akter Setu-
মনে করুন আমি আমার একটা গবেষণা পত্র কোন জার্নালে প্রকাশের জন্য দিলাম। তখন তারা আমার গবেষণা পত্রটি যে বিষয়ে লেখা সে বিষয়ে বিশেষজ্ঞদের কাছে পাঠাবে যাচাই বাছাইয়ের জন্য।
এরপর বিশেষজ্ঞদের রিভিউ যদি পজিটিভ হয় তাহলে গবেষণা পত্রটি ছাপানো হবে। নাহলে হবে না। যদি ছোটখাটো ভুল থাকে তাহলে সংশোধন করতে বলবে। আর যদি প্রচুর ভুল থাকে তাহলে একেবারে বাদ। মানে গবেষণা পত্রটি তারা ছাপাবে না।
এ ধরণের জার্নাল হলো পিয়ার রিভিউড।
পিয়ার রিভিউড জার্নালের গবেষণাপত্র আমরা বিশ্বাস করতে পারি।
আর যেসব জার্নাল পিয়ার রিভিউড না সেখানে আমি আমার মনগড়া গবেষণা পত্রও ছাপাতে পারব।
মানে যাচাই-বাছাই করে না আর কি। তাই এ ধরণের জার্নালের গবেষণাপত্র আমরা বিশ্বাস করতে পারি না।