শরীরে দুই ধরণের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউনিটি আছে-সহজাত প্রতিরক্ষা বা ইনেট (innate) ইমিউনিটি, এবং অর্জিত প্রতিরক্ষা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। মশার কামড়ে ইনেট ইমিউনিটিই কাজে লাগে। মাস্ট (mast) সেল বলে একধরণের কোষ ও ইমিউনগ্লোবুলিন ই (IgE) মশার কামড়ের পর লাল ভাব ও চুলকানির জন্য দায়ী।