রোমান সংখ্যা হল প্রাচীন রোমে উদ্ভূত সংখ্যা পদ্ধতি। মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হত। এই ব্যবস্থায় সংখ্যাগুলি লাতিন বর্ণমালা থেকে অক্ষরের সমন্বয়ে উপস্থাপন করা হয়। বর্তমান ব্যবহৃত হিসাবে, রোমান সংখ্যা নিম্নরূপ সাতটি চিহ্ন ব্যবহার করে, প্রতিটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে:
I=1,V=5,X=10,L=50,C=100,D=500,M=1000
এখানে দেখা যাচ্ছে রোমান সংখ্যায় শূণ্য এর নির্দিষ্ট কোনো Symbol বা চিহ্ন নেই।