বুদবুদ আকারে বের হতে থাকে। একটু উপর থেকে ঢালা হলে পানির আন্দোলন বেশি হয় যা এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং একসাথে অনেক গ্যাস বুদবুদ আকারে বের হতে গিয়ে অনেক সময় ফেনা হিসেবে গ্লাস ছাপিয়ে পড়ে। তবে গ্লাসের গা বেয়ে ঢাললে এই আন্দোলন তুলনামূলক কম হয় এবং দ্রবীভূত গ্যাস ধীরে ধীরে বের হতে থাকে, ফলে ফেনা তৈরির পরিবেশ সৃষ্টি হয়না।