মানুষ স্বপ্ন দেখে নিজের ভাবনা থেকে। একারনে যারা জীবনে একটা ধাপে কিছু সময়ের জন্য হলেও দৃষ্টি শক্তির অধিকারি থাকে তারাও স্বপ্ন দেখে।
তবে যারা জন্মান্ধ, তারা স্বপ্নে কোনো ছবিই দেখতে পায়না। কারণ তাদের স্মৃতিতে যে আদৌ কোনো ছবি জমেনি! কোনো কিছু দেখতে কেমন লাগে, এই অনুভূতি তারা একটি মুহূর্তের জন্যও জীবনে অনুভব করতে পারেনি। কাজেই তারা স্বপ্ন দেখেনা।