টিকটিকি চলার সময় তার পা দিয়ে দেয়াল বা ছাদের যেখানে চাপ দেয়, সেখানে পায়ের পাতার ঐ জায়গাটি বায়ুশূন্য করে ফেলে। ... টিকটিকি তার পেশী চালিয়ে খুব তাড়াতাড়ি এই বায়ুশূন্য করা আর বায়ু ঢোকানোর কাজ করতে পারে বলে হাঁটার সময় দেয়াল বা ছাদ থেকে সে পড়ে না গিয়ে বরং সমতল দেয়াল বেয়ে দ্রুত চলাচল করতে পারে।