মূলত প্যারানরমাল ইংরেজি শব্দ। প্যারানরমাল শব্দের আভিধানিক অর্থ অলৌকিক, অতিপ্রাকৃতিক ক্ষমতা, অতিঅসাধারণ ইত্যাদি। অর্থাৎ ভুত, প্রেতাত্মা, জিন, এলিয়েন, কালযাদু, বদ নজর ইত্যাদি বিষয়কে ঘিরে বিভিন্ন বিশ্বাস। পৃথিবীর অধিকাংশ মানুষ এসব বিষয়ের অনেক কিছুই বিশ্বাস করেন। তাছাড়া এসব বিষয়ে মানুষের আগ্রহের কোন কমতি নেই। কিন্তু এসবের অনেক কিছুই মিথ্যা। আবার কিছু আছে যেগুলো সত্য। আমাদের সাথে প্রতিদিন ঘটে যাওয়া অনেক ঘটনা যেগুলোর সাধারন ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনা সেগুলোও প্যারানরমাল ঘটনায় আসে ।