১)মাথা ন্যাড়া করার কারণে ঘন হয়/চুল গজায়।
২) খুঁর দিয়ে নিয়মিত দাড়ি কামানো হলে দাড়ি ঘন হয়এবং নতুন দাড়ি গজায়।
☝️☝️
উপরের দুটো কথার বৈজ্ঞানিক কোন প্রমাণ পাওয়া যায় নি। কেউ কেউ হয়তো এখন বলবেন যে, আপনারা এসব করে ভালো ফলাফল পেয়েছেন কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়। আপনার মাথার কিছু চুলের গ্রোথ আগে থেকেই ধীরগতির ছিল। ফলে আপনার চুল/দাড়ি এমনিতেই গজাতো, কিন্তু দেরিতে। অথচ আপনি ভাবছেন বারবার ন্যাড়া হওয়ার কারণেই আপনার চুল গজিয়েছে।
আবার,আমাদের চুলের গোঁড়া যেহুতু উপরের চাইতে শক্ত হয় তাই মাথা ন্যাড়া করার পর হাত দিলে সেগুলো আপনার কাছে ধারালো লাগে যার কারনে আপনার মনে হতে পারে যে মাথার চুল আরো ঘন হয়েছে।
সুতরাং চুল পড়ার সমাধানে মাথা কামানো কোনো সমাধান না।