H2O এর শীতলীকরণ বক্ররেখায় দেখা যায় -২0⁰ C থেকে 0⁰ C পর্যন্ত তা কঠিন অবস্থায় রয়েছে। এরপর আপেক্ষিক সুপ্ততাপের জন্য তাপ দেওয়ার পরও তাপমাত্রা বাড়ছে না। বরফ সম্পূর্ণ পানি হওয়ার পর তাপমাত্রা বাড়তে বাড়তে যখন ১০০⁰ Cএ উন্নীত হয় তখনো তাপমাত্রা বাড়ে না। যখন পানি সম্পূর্ণরূপে জলীয় বাষ্প হয় তখন তাপমাত্রা আবার বাড়তে থাকে। NaCl এর ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে। কিন্তু NaCl এর ক্ষেত্রে তাপমাত্রা যখন ৮০⁰C এ উন্নীত হয় তখন তাপমাত্রা স্থির থাকে। আবার যখন ১৪৬⁰ C এ উন্নীত হয় তখন তাপমাত্রা স্থির থাকে। মূলত বরফ ও NaCl এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হওয়ার দরুন এ রকম পার্থক্যের সৃষ্টি হয়। অর্থাৎ পানির ক্ষেত্রে 0⁰ C ও ১০০⁰ C আর NaCl ক্ষেত্রে ৮০⁰ C ও ১৪৬⁰ C এ বক্ররেখায় সময় অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যায়।