এটি সাধারণ হরমোনের প্রভাবে হয়ে থাকে।চুলের গ্রন্থিগুলো অবস্থানের ওপর নির্ভর করে বিভিন্ন হরমোন দ্বারা প্রভাবিত হয়; ডিহাইড্রোটেস্টোস্টেরন টাক পড়াকেও প্রভাবিত করে। ডিহাইড্রোটেস্টোস্টেরন টেস্টোস্টেরন হতে নিঃসৃত হয়, যার মাত্রা বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয়: ফলে গ্রীষ্মকালে দাড়ি দ্রুত বাড়ে।
এখন হরমোন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন জায়গায় চেম্বারে বসে।আপনার এলাকায় খোঁজ করতে পারেন।