কোনো স্থানে কেটে গেলে রক্ত বের হতে থাকে আর রক্তে হেপারিন ক্ষরণ হতে থাকে বায়ুর সংস্পর্শে হেপারিন ক্ষরণ বন্ধ হয়ে যায়।তখন ফাইব্রিন নামক পদার্থ রক্ত ক্ষরণ করে এই ফ্রাইবিন বায়ুর অক্সিজেনের সংস্পর্শে ফ্রাইবিনোজেন জালক তৈরি করে যার ফলে রক্ত রক্ত রস বা লসিকা জমাট বাঁধে ফলে রক্তের আর অনু বের হতে পারে না।ফ্রাইবিনোজেন থেকে থ্রম্বোকাইনেজ পরিণত হয়।