নিউক্লিয়াসে ধানাত্নক চার্জবিশিষ্ট প্রোটন এবং চার্জবিহীন নিউট্রন রয়েছে।তাই সামগ্রিকভাবে নিউক্লিয়াস ধনাত্নক আধানবিশিষ্ট। আর ইলেক্ট্রন ঋণাত্নক আধানবিশিষ্ট।ইলেকট্রনকে নিউক্লিয়াসের উপর জোরে চেপে ধরলে বা ফেলে দিলে বিপরীত চার্জ পরস্পর নিষ্ক্রিয় হয়ে যাবে এবং পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে।ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, ইলেক্ট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকে।ফলে ইলেকট্রনের ঘূর্ণনপথও ছোট হতে থাকে এবং নিউক্লিয়াসে পতিত হবে।অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না।