ব্লাড গ্রুপ করা হয় এন্টিজেন ও এন্টিবডির ভিত্তিতে।
*A ব্লাড গ্রুপে A এন্টিজেন ও b এন্টিবডি থাকে
*B ব্লাড গ্রুপে B এন্টিজেন ও a এন্টিবডি থাকে
*AB ব্লাড গ্রুপে A,B এন্টিজেন থাকে ও কোনো এন্টিবডি থাকে না।
*O ব্লাড গ্রুপে এন্টিজেন থাকেনা ও a,b এন্টিবডি থাকে
আমরা জানি,এন্টিজেনকে এন্টিবডি ধ্বংস করে।তাহলে-
A গ্রুপ যদি B গ্রুপের রক্ত নেয়,তাহলে রক্তে B এন্টিজেন প্রবেশ করবে।এই এন্টিজেনকে A গ্রুপের রক্তে থাকা b এন্টিবডি ধ্বংস করে দিবে।
B এর রক্ত A গ্রুপ নিলেও একই ঘটনা ঘটবে।
AB গ্রুপে কোনো এন্টিবডি না থাকায় এটি কোনো এন্টিজেনকেই ধ্বংস করবেনা,এজন্য AB গ্রুপ সবার রক্ত গ্রহন করতে পারে।
O গ্রুপে a,b উভয় এন্টিবডি থাকায় এটি অন্য কোনো গ্রুপের রক্তই গ্রহণ করতে পারেনা।কিন্তু কোনো এন্টিজেন না থাকায় এরা সবাইকেই রক্ত দান করতে পারে।