গত এক যুগ ধরে ডিএনএ সিকুয়েন্সিং প্রযুক্তির অবিশ্ব্যস্য অগ্রগতির কারনে, অণুজীবরাজ্যের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচিত হচ্ছে, যা আগে কখনো জানা ছিলোনা। উন্নত প্রযুক্তির ডিএনএ সিকুয়েন্সিং এর মাধ্যমে এখন যেমন মানুষের জিনোম সিকুয়েন্স জানা একদম সহজ হয়ে গেছে, তেমনি জানা যাচ্ছে মানবদেহে বাস করা হাজারো প্রজাতির অণুজীবের জিনোম সিকুয়েন্স, সমষ্টিগতভাবে ইংরেজিতে যাকে বলা হয় ‘মাইক্রোবায়োম’।