যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। এককথায় রক্ত সঞ্চালনের সাথে জড়িত সকল অঙ্গ নিয়েই রক্ত সংবহন তন্ত্র গঠিত। এই অঙ্গগুলোর মধ্যে রয়েছে হৃদপিন্ড, রক্ত, রক্তনালি ইত্যাদি। রক্তের উপাদান যেমন: রক্তরস, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা এবং ধমনি, শিরা, কৈশিকনালি- এগুলো রক্ত সংবহন তন্ত্রের অংশ।