শৈবাল:
এদের কোষে ক্লোরোফিল আছে। সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। বেঁচে থাকার জন্য আলোর প্রয়োজন। এদের সঞ্জিত খাদ্য হলো শ্বেতসার। কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন দিয়ে তৈরি। এদের জনন আইসোগ্যামাস প্রকৃতির।
ছত্রাক:
ক্লোরোফিল না থাকায় খাদ্য তৈরি করতে পারে না।এরা পরভোজী। আলোহীন পরিবেশে বাঁচতে পারে। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ও তৈলবিন্দু।হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। কোষপ্রাচীর কাইটিন সমৃদ্ধ।