20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কে সাধারণত রুম টেম্পারেচার হিসেবে ধরা হয়। আর অধিকাংশ ইলেকট্রনিক্স যন্ত্র গুলো এই তাপমাত্রাতেই পরিচালিত হয়ে থাকে। তাই, উক্ত তাপমাত্রার আপেক্ষিক রোধের বহুল ব্যবহারের কারণে এই তাপমাত্রাকে স্ট্যান্ডার্ড ধরে আপেক্ষিক রোধ পরিমাপ করা হয়।
তাছাড়াও, এর কারণ হিসেবে অনেকেই বলে থাকেন পূর্বে (সূক্ষ্ম যন্ত্রপাতির অভাবে) ০° ডিগ্রী সেলসিয়াস অপেক্ষা ২০° ডিগ্রী সেলসিয়াসে সহজেই আপেক্ষিক রোধ হিসাব করা যেত বিধায় এ তাপমাত্রা কে আদর্শ ধরে আপেক্ষিক রোধ পরিমাপ করা হয়।
রেফারেন্স: কোরা