ধরা যাক, আমরা একটি বর্তনী নিলাম যার শুধু তড়িতকোষ, পরিবাহী তার, চাবি যুক্ত রয়েছে কিন্তু আলাদা কোনো রোধ বা লোড নেই। এখন চাবি বন্ধ করে দিলে দেখা যাবে বড়মানের তড়িত প্রবাহ চলছে। তড়িত কোষের বিভব পার্থক্যকে এটি দিয়ে ভাগ করলে একটি রোধের মান পাবো। এটিই মূলত অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ রোধের বাইরের কম্পোনেন্ট গুলোও তড়িত প্রবাহে কিছু পরিমাণ বাধা সৃষ্টি করে তাদের নিজস্ব রোধের কারণে। এই বাধার বা রোধের কারণে তাপ উৎপন্ন হয়ে সর্বদাই কিছু পরিমাণ শক্তি অপচয় হয়। ফলে বলা হয় কোনো তড়িত যন্ত্রেরই শতভাগ কর্মদক্ষতা নেই।