জলাতঙ্ক প্রাণঘাতী রোগ হলেও সময়মত ব্যবস্থা নিয়ে মৃত্যু এড়ানো যায়। প্রাণী কামড় বা আঁচড় দিলে ক্ষতস্থান ভাল ভাবে সাবান দিয়ে পনেরো মিনিট যাবৎ ধুতে হবে। সম্ভব হলে স্পিরিট দিয়ে ধৌত করে নিতে হবে। যে প্রাণী কামড়িয়েছে সেটিকে হত্যা না করে সতর্কতার সাথে বেঁধে রেখে পর্যবেক্ষণ করতে হবে। যদি দশ দিনের মধ্যে প্রাণীটির মৃত্যু না হয়, কামড়ের কারণে জলাতঙ্ক হওয়ার ঝুঁকি কম বলে ধরে নেয়া হয়। প্রাণীটির শরীরে জলাতঙ্ক জীবাণু আছে কিনা সেটা প্রাণীটির মস্তিষ্ক থেকে টিস্যু নিয়েও পরীক্ষা করে দেখা যায়।