যক্ষ্মা রোগ প্রধানত দুই প্রকার। যথাঃ
১. ফুসফুসের যক্ষ্মা
২. ফুসফুস ব্বহির্ভুত যক্ষ্মা
.১. ফুসফুসের যক্ষ্মা কেবল মাত্র ফুসফুসে হয়ে থাকে। এই যক্ষায় সাধারনত দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি থাকে। সন্ধ্যার দিকে জ্বর আসে এবং রাতে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, ওজন কমতে থাকে, খাবারে রুচি থাকে না, কাশির সাথে রক্ত আসতে পারে।