3.উদারময়, দৈহিক ওজন হ্রাস, প্রজননক্ষমতা হ্রাস, পেশী দুর্বলতা ফ্লুরাইড সংক্রমণের প্রভাব।
4.দীর্ঘদিন উচ্চমাত্রায় ফ্লুরাইড যৌগ গ্রহন করলে অস্থির ফাটল দেখা যায়। এছাড়া পায়ের ও চোয়ালের অস্থি অধিক পরিমাণে বৃদ্ধি ঘটে। সন্ধির কাঠিন‍্য এবং পায়ের অস্থির অস্বাভাবিক বৃদ্ধিই ফ্লুরাইড প্রভাবিত পঙ্গুত্বের কারণ।
এছাড়া ফ্লুরাইড যৌগ দ্বারা জল দূষিত হলে সেই জল থেকে মানুষের অ‍্যালার্জি, কিডনির সমস্যা, হাড়ের বিকৃতি প্রভৃতি রোগের সৃষ্টি হয়।