১। মশা নিধন করতে হবে এবং ঘুমানোর পূর্বে মশারী ব্যবহার করতে হবে।
২। সরকারিভাবে বর্তমানে গোদ রোগ প্রতিরোধের জন্য দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে অ্যালবেনডাজল ও ডাই ইথাইল কার্বামাজিন ঔষধ (ডিইসি) বিতরণ করা হচ্ছে। এই ঔষধগুলো নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। ২ বছরের কম শিশুদের ও গর্ভবতী মহিলাদের এই ঔষধ সেবন করা যাবে না।