সিজোফ্রেনিয়া: আপনার যদি সিজোফ্রেনিয়া থাকে, তাহলে আপনার হ্যালুসিনেশন হতে পারে। হ্যালুসিনেশন হলে আক্রান্ত ব্যাক্তি অবাস্তব জিনিস অনুভব করে। তারা বাস্তব না এমন জিনিস দেখতে পারে, শব্দ শুনতে পারে, অদ্ভুত গন্ধ পেতে পারে, অথবা শরীরে কোন জিনিস লেগে না থাকলেও কিছু একটা শরীর স্পর্শ করছে এমন মনে করতে পারে।
এছাড়া আপনার বিভ্রমও (Delusion) হতে পারে। Delusion এ আক্রান্ত হলে রোগীর অদ্ভুত বিশ্বাস তৈরি হয়, যার সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই। যদি বাস্তবিক তথ্য দেওয়া হয়, তাও তাদের বিশ্বাসের পরিবর্তন হয় না। যেমন Delusion এ আক্রান্ত ব্যাক্তি বিশ্বাস করতে পারে যে, অন্যান্য মানুষ তার চিন্তা শুনতে পারছে, মানুষ তার মাথায় ভুল চিন্তা-ভাবনা ঢুকাচ্ছে, অথবা মানুষ তার বিরুদ্ধে চক্রান্ত করছে।
সিজোফ্রেনিয়া এর কারণে রোগীর চিন্তা, ক্রিয়া, ব্যবহার, ও পার্সোনালিটিতেও পরিবর্তন আসতে পারে।