অনেকে নাক ডাকাকে তেমন গুরুত্বপূর্ণ কিছু মনে করে না তবে এর ফলে নানা ধরনের সমস্যা হতে পারে।যেমন:
মস্তিষ্কের ক্ষমতা:
নাক ডাকার প্রবণতা থাকলে মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে। ফলে আইকিউ তো কমেই, সেই সঙ্গে স্মৃতিশক্তিও ঝাপসা হতে শুরু করে।
স্ট্রোক, হার্ট ডিজিজ:
নাকা ডাকার কারণে স্ট্রোক, হার্ট ডিজিজ, অ্যারিথমিয়া, জিইআর ডি, ক্রনিক মাথা যন্ত্রণা এবং ওজন বৃদ্ধির মতো সমস্যাও মাথা চাড়া দিয়ে উঠতে পারে।