নাটক হলো সাহিত্যের লিখিত পাণ্ডুলিপি, যা অনুসরণ করে অভিনয় পরিবেশিত হয়। যার মধ্যে অনেকগুলো চরিত্র থাকে এবং দীর্ঘ সময়ের হয়।
আর অপেক্ষাকৃত ছোট নাটক কে নাটিকা বলা হয়। স্বল্প সময়ে একটি সুনির্বাচিত ঘটনার নাটকীয় চরম পরিণতি প্রদর্শন নাটিকার মূল উদ্দেশ্য। তবে বর্তমানে একাঙ্ক নাটক,নাটিকার স্থলাভিষিক্ত হয়েছে।