লস এঞ্জেলস এর জলাধারে ৯৬ মিলিয়ন প্লাস্টিক বল, তাও আবার অথোরিটি নিজ দায়িত্বে এই কালো প্লাস্টিক বল ছাড়ে, কিন্তু কেন?
ব্যাখ্যায় আসা যাক। লস এঞ্জেলস এর এই জলাধারে ১২.৫ বিলিয়ন লিটার (৩.৩ বিলিয়ন গ্যালন) পানি আছে, এই পানিগুলো বাসা বাড়িতে সাপ্লাই দেওয়া হয়ে থাকে, ট্যাপে থাকে, যেসব মানুষ পান করার পানি হিসেবে ব্যবহার করে।
প্রচণ্ড গরমে যখন পানিগুলো বাষ্প হয়ে দ্রুত শেষ হয়ে যায়, তখন খরা দেখা দেয়। এই কালো প্লাস্টিক বলগুলো পানিতে ভেসে থাকে, আর সূর্যের আলো কে দূরে রাখে। তবে শুধুমাত্র বাষ্পীভবন কমানোর জন্য এই বলের ব্যবহার নয়। এই বল ছাড়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, আর তা হলো ব্রোমাইড।
সল্ট ওয়াটার বা লবণাক্ত পানির ক্ষেত্রে একটা উপাদান হলো ব্রোমাইড, এই ব্রোমাইড কিন্তু শরীরের জন্য ক্ষতিকর না। কিন্তু এই লবণাক্ত পানি যখন জলাধারে প্রবেশ করে এবং বাকি পানিসহ ওজোনের সাথে বিক্রিয়া করে, তখন এটি ব্রোমেট উৎপন্ন করে। ব্রোমেট শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, এর ফলে ক্যান্সার সৃষ্টি হতে পারে।
লস এঞ্জেলস এর Water and Power ডিপার্টমেন্ট এই ব্রোমেট লেভেলের দিকে লক্ষ্য রাখছিলো, আর দেখে যে জলাধারে প্রবেশ করতেই এই ব্রোমেট তৈরি হওয়া শুরু করে। এটা আরও বেশি হয় যখন ব্রোমাইড ও ক্লোরিন একত্রে সূর্যরশ্মির সংস্পর্শে আসে, এবং ওজোনের সাথে বিক্রিয়া করে আরও বেশি ব্রোমেট উৎপন্ন করছে।
তাই অথরিটি একটা অদ্ভুত কিন্তু ইফেক্টিভ সলিউশন বের করলো, আর তা হলো জলাধার কালো শেড বল দিয়ে ঢেকে ফেলা। এতে প্রথমত, বাষ্পীভবন কম হচ্ছে, দ্বিতীয়ত ব্রোমেট উৎপাদনে বাধা দিচ্ছে, তৃতীয়ত, এই পানিতে শেওলা বৃদ্ধি কম হচ্ছে।
এই কালো প্লাস্টিক শেড বল গুলো কিন্তু নিচের পানির কোনো ক্ষতি করছে না, কিংবা কোনো বিষাক্ত পদার্থ তৈরি করসে না। এই বলগুলো দশ বছর ব্যবহার উপযোগী থাকে, এবং ৮০-৯০% বাষ্পীভবন কম হয় এই বলগুলোর কারণে। আসলেই অনেক অদ্ভুত একটা ব্যবস্থা, তাইনা?