রাশিক আজমাইন : ইংরেজি বারের নামও গ্রহ-নক্ষত্রদের নাম থেকেই এসেছে ৷ সে সময় সাতটি বস্তু খালি চোখে দেখা যেত বলে সেই সাতটি বস্তু থেকে সাতদিনের নাম এসেছে ৷ সাতটি বস্তু: সূর্য, চাঁদ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ ও শনিগ্রহ ৷ যেমন :
Sunday (সানডেই): সূর্যের দিন ৷ ল্যাটিন 'dies solis' (The day of the Sun God) থেকে আগত ৷
Monday (মানডেই): চাঁদের দিন ৷ ল্যাটিন 'dies lunae' থেকে আগত ৷
Tuesday (ঠিউসডেই, ঠুসডেই, চিউসডেই): নর্স পুরাণের 'ঠিউ' দেবতার নাম থেকে আগত ৷ রোমান পুরাণে যুদ্ধদেবতা 'Mars' বা মঙ্গলের সমতুল্য ৷
Wednesday (ওয়েনজডেই): জাদুবিদ্যা ও জ্ঞানের জার্মান দেবতা 'উডেন' এর নাম অনুযায়ী যেটা ল্যাটিন দেবতা 'Mercury' বা বুধের সমতুল্য ৷
Thursday (থাসডেই, থার্সডেই): নর্স মাথাইথোলোজির বজ্রের দেবতা 'থর' বা 'থুনর' এর নাম থেকে আগত যেটা ল্যাটিন দেবতা 'Jupiter' বা বৃহস্পতির সমতুল্য ৷
Friday (ফ্রাইডেই): অ্যাংগ্লো-স্যাক্সোন দেবী ফ্রাইজের নাম থেকে যা ল্যাটিন 'Venus' বা শুক্রের সমতুল্য ৷
Saturday (স্যাঠর্ডেই, স্যাডর্ডেই): রোমান দেবতা 'Saturn' এর দিন ৷
একইভাবে বাংলা বা দক্ষিণ এশীয় ভাষার নামগুলো এসেছে বৈদিক জ্যোতির্বিদ্যা থেকে ৷ যেমন :
১. সূর্যদেবের আবাস সূর্যের আরেক নাম রবি, সেখান থেকে রবিবার ৷
২. চন্দ্রদেবের আবাস চন্দ্রের আরেক নাম সোম, সেখান থেকে সোমবার ৷
৩. যুদ্ধদেবতা মঙ্গলের আবাস মঙ্গল গ্রহের নাম থেকে মঙ্গলবার ৷
৪. চন্দ্রদেবের পুত্র বুধের আবাস বুধগ্রহ থেকে বুধবার ৷
৫. দেবগুরু বৃহস্পতির আবাস বৃহস্পতি গ্রহ থেকে বৃহস্পতিবার ৷
৬. অসুরগুরু শুক্রাচার্যের অবাস শুক্রগ্রহ থেকে শুক্রবার ৷
৭. সূর্যদেবে পুত্র শনির আবাস শনিগ্রহ থেকে শনিবার ৷
এগুলো সব পৌরাণিক ব্যাপার স্যাপার ৷
এছাড়া 'দেবগুরু' থেকে হিন্দিতে বৃহস্পতিবারকে গুরুবার বলে ৷ শুক্রবার যেহেতু জুমার নামাজের দিন তাই উর্দুতে এদিনকে জুমা বলে ৷