মুরগির বাচ্চা ফুটানোর জন্য মূল বিষয় গুলো হচ্ছে:
(১)সঠিক তাপমাত্রা
(২)সঠিক আদ্রর্তা
(৩) ডিমে অক্সিজেন সরবরাহ করা
(৪) সঠিক সময় ডিম ঘুরানো
মুরগির সাধারণত দেহের সাহায্য ডিমে তাপমাত্রার যোগান দেয়, তা দেয়। তাছাড়া ইনকিউবেটর যন্ত্রের সাহায্যেও ডিম ফুটানো যায়। ইনকিউবেটর হচ্ছে কৃত্রিমভাবে ডিম ফোটার উপযোগী আবহাওয়া তৈরির মেশিন। কিন্তু ডিম ফোটার সময় কমিয়ে আনা সম্ভব না। একসাথে অনেক ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর ব্যবহার হয়ে থাকে।