ব্রণ ফাটানো মানে আপনি আসলে নিজ চামড়া ছিঁড়ছেন। এতে পুঁজ, ব্যাকটেরিয়া বেরিয়ে যে ক্ষতের সৃষ্টি হয়, সেটা আসলে আপনার চামড়া ছিঁড়ে যাওয়ার ফলে সৃষ্ট গর্ত।অর্থাৎ নখ দিয়ে ব্রণ খুঁটে আপনি নিজের চামড়ায় নিজেই গর্ত করছেন।চিকিৎসকদের মতে, ব্রণ হলো বন্ধ লোমকূপ ও ব্যাকটেরিয়ার বিপক্ষে শরীরের প্রতিবাদ। সেখানে নখ দিয়ে খোঁটা মানে শরীরের স্বাভাবিক আরোগ্য-প্রক্রিয়াকে আপনি ব্যাহত করছেন।একটা সময় গিয়ে ব্রন সেরে যায় কিন্তু গর্ত/দাগ গুলো স্থায়ী হয়ে থেকে যায় যা ঔষুধ ব্যবহার করে দূর করা কষ্টসাধ্য হয়ে পরে।