Mobin Sikder -অনেকেই আমরা খেয়াল করেছি অথবা এখনও খেয়াল করিনি যে বৈদ্যুতিক তারগুলোর উপর যখন একঝাঁক পাখি এসে বসে তারা সবসময় একই দিকে মুখ করে থাকে। কিন্তু কেন?
উত্তর: পদার্থবিজ্ঞান
বাতাসের বাঁধা যখন থাকে-~
পাখিগুলোর গঠনতন্ত্র থেকেই দেখা যায় পাখির সামনের দিকে ভারি, পেছনের দিকে তুলনামূলক হালকা কারণ তারা যখন আকাশে উড়ে তখন তখন যেন কম বাঁধা অনুভব করে৷ ঠিক তেমনি তারা তারগুলোর উপর একমুখী হয়ে বসে থাকে ( বাতাসের দিকে) তারা যেন বাতাসের বাঁধা কম অনুভব করে।
তাছাড়া পাখির পালকগুলো এমনভাবে তৈরি যে বাতাসের বিপরীত দিকে থাকলে পালকগুলো অগোছালো হয়ে যাবে। ঠিক এ কারণেই শ্রিগাল সমুদ্রে বাতাসের দিকে মুখ করে দলবেঁধে উড়ে বেড়ায়।
এবং সবশেষে যদি বাতাসের দিক পরিবর্তন করে তাহলে পাখিরাও সেদিকে ঘুরে যায়।
বাতাসের বাঁধা যখন না থাকে -
বাতাসের বাঁধা না থাকলে ওরাও এলোমেলো থাকে ( পিকচারের মতো)