আলোর বেগ এ কোনো বস্তুকে আঘাত যদি কোনো ভাবে করাও যায় তাহলে বল এর কোনো অস্তিত্ব থাকবে না,অর্থাৎ বলটি ভরশুন্য হয়ে যাবে।
এখন লরেঞ্জ এর টাইম ডাইলেশনের সুত্র অনুযায়ী কোনো বস্তু আলোর বেগে কখনোই যেতে পারবেনা কারণ আলোর বেগ ধারণ করলে সেই বস্তুর সাধারন কোনো বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তন বোঝা যাবে না।গতিশীল বস্তুর ক্ষেত্রে সময় ধীরে চলে আর স্থির বস্তুর সাপেক্ষে সময় ধিরে চলে।এজন্য গতিশীল বস্তুর ক্ষেত্রে সময় স্থির বস্তুর থেকে কতটুকু কম হবে সেটা নির্ণয় এর জন্য লরেঞ্জ একটা সুত্র দিয়েছিলেন।কিন্তু এই সুত্র তে গতিশিল বস্তুর বেগ আলোর বেগের সমান বা বেশি হলে সময়ের পরিবর্তন এর মান বাস্তব আসে না।এজন্য এই সুত্র অনুযায়ী কোনো বস্তুই আলোর বেগে যেতে পারেনা।
তবে আপনি যদি আলোর বেগ এ যান তাহলে আপনি আর কাওকে নড়তে দেখবেন না আপনার কাছে সব স্থির হয়ে যাবে।