প্রতিদিন পাঁচ কাপের বেশি কফি খেলে গর্ভধারণের ক্ষমতা কমে যেতে পারে। তাই অতিরিক্ত কফি পান করা ঠিক নয়। এ ছাড়া গর্ভধারণের পর এই পানীয় বাদ দিন। কেননা দিনে ২০০ মি. গ্রাম ক্যাফেইন শরীরে গেলে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে। পাশাপাশি গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে।
যে সব মহিলা দিনে ৩ বা ৪ কাপের বা আরও অধিক পরিমাণ কফি পান করেন তাদের ব্রেস্টের গঠন বা সাইজ স্বাভাবিকের চেয়ে শতকরা ১৭ ভাগ কম হয়। প্রতি এক কাপ অতিরিক্ত কফি পানের কারণে এ সমস্যা আরও বাড়তে পারে। গবেষকগণ বলছেন, অতিমাত্রায় ক্যাফেইন পানে হরমোনের ওপর বিরূপ প্রভাব পড়ে। ফলে মেয়েদের ব্রেস্ট সাইজ ছোট হয়ে যেতে পারে। এব্যাপারে প্রধান গবেষক ড: হেলেনা জার্নস্ট্রম টেলিগ্রাফ পত্রিকাকে বলেছেন, মেয়েদের অতিরিক্ত কফি পানের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক থাকা উচিত।