মহাকাশ বা মহাশূন্য বলতে পৃথিবীর বাইরে অবস্থিত বস্তুসমূহের মধ্যে প্রসারিত স্থান কে বোঝায় । আমাদের সৌরজগৎ, বিভিন্ন গ্যালাক্সি, ক্লাস্টার, সুপারক্লাস্টার, ব্ল্যাকহোল, বিভিন্ন তারা, এমনকি আমাদের পৃথিবী ও মহাকাশের অংশ ।
মহাকাশ আসল কালো নয়, এর অধিকাংশ অংশই অন্ধকার । সাধারণত কোনো বস্তুর উপর পতিত আলো বস্তুটি থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এলে আমরা তা দেখতে পাই। এভাবে মহাকাশের বিভিন্ন গ্রহ আমরা দেখি এবং নক্ষত্র গুলো নিজেরাই আলো ক্রমাগত বিকিরণ করে ফলে তাদের দেখা যায়। মহাকাশের যেহেতু অধিকাংশ অঞ্চল ই ফাঁকা তাই আলো সকল জায়গা থেকে প্রতিফলিত হতে পারে না ফলে অধিকাংশ অংশই অন্ধকার বা কালো দেখায় ।