হার্ট অ্যাটাক: ধমনীতে প্লাক (Plaque) জমা হলে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ ধীর হয়ে যায় এবং চূড়ান্ত পর্যায়ে বন্ধ হয়ে যায়। এই অবস্থাকেই হার্ট অ্যাটাক বলে। হার্ট অ্যাটাকের সময় পেশী মরে যেতে শুরু করে।
হার্ট ফেইলিওর: যে পরিমাণ রক্ত পাঠানোর কথা হৃদপিন্ড যদি সেই পরিমাণ রক্ত পাম্প করতে ব্যর্থ হয় তখন তাকে হার্ট ফেইলিওর বলে। অধিকাংশ ক্ষেত্রেই এই রোগটি দীর্ঘদিন সময় নেয় প্রদর্শিত হবার জন্য তবে কখনও কখনও এটি হুট করে হতে পারে। হৃদপিন্ডে রক্ত পাম্প করার পর্যাপ্ত শক্তি না থাকায় হৃদপিন্ডকে প্রয়োজনীয় রক্ত পাম্প করানোর জন্য শরীর তখন রক্তচাপ বাড়িয়ে দেয়।