সাদা জামায় লালচে দাগ পড়ার অন্যতম কারণ হলো আপনার দেহ থেকে নিঃসৃত ঘাম, বর্জ্য পদার্থ ও ডিওডোরেন্টে ব্যবহৃত অ্যালুমিনিয়াম। এক্ষেত্রে অ্যান্টি-পার্সপাইরেন্ট ডিওডোরেন্ট সবচেয়ে বড় ভূমিকা রাখে।
ডিওডোরেন্টে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ঘাম প্রতিরোধে ব্যবহৃত হয়। কিন্তু এটি যখন আপনার ঘামের প্রোটিনের সঙ্গে মিশ্রিত হয় তখন তা বাদামি রং ধারণ করে এবং সাদা জামায় দাগ তৈরি করে।
ক্রেডিট: নাফিসা তাসমিয়া