"I am Iron man" লাইনটি বলার চর্চা করেনি এমন সিনেমা প্রেমী পাওয়া দুষ্কর। পর্দায় সুপারহিরোরা যখনই তাদের ভেলকিবাজি দেখিয়েছেন তখনই তাদের মতো ভেলকিবাজি দেখানোর স্বপ্ন বুনেছে হাজারো তরুণ, বৃদ্ধ, যুবতী, শিশু সব শ্রেণির মানুষেরা। কিন্তু পর্দার সুপারহিরো হওয়া কি সম্ভব নাকি না? বিজ্ঞানীরা কি বলে জেনে নেওয়া যাক।
বিজ্ঞানীদের মতে, সুপারহিরো হওয়া পুরোপুরি অসম্ভব কিছু না। এর জন্য হয়তো আপনাকে শরীরে আনতে হবে বিশাল ধরনের কিছু ট্রান্সফরমেশন কিংবা আপনি প্রযুক্তির সাহায্য নিয়েও হতে পারেন সুপারহিরো। সুপারহিরো হওয়ার জন্য বিজ্ঞানীরা যে সহজ উপায়টি বলেছে তা হচ্ছে অনুশীলন করা। নির্দিষ্ট কিছু জিনিস (মার্শাল আর্টস, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রযুক্তির ব্যবহার) প্রভৃতির চর্চা করে আপনিও হতে পারেন সুপারহিরো।
যেসকল সুপারহিরো আপনি বাস্তবে হতে পারবেন তাদের তালিকা মোটেই ছোট নয়। আপনি চাইলে- আয়রন ম্যান, হোকআই/হউকআই, ব্ল্যাক উইডো, ব্যাটম্যান এমনকি স্পাইডার ম্যানও হতে পারবেন।
★ব্যাটম্যানঃ
ব্যাটম্যান সম্ভবত সবচেয়ে সম্ভবপর সুপারহিরো। ব্যাটম্যান হতে চাইলে আপনার লাগবে কিছু গ্যাজেটস, উচ্চ বুদ্ধিমত্তা, পদার্থ, রসায়ন, প্রযুক্তিতে নিদারুণ দক্ষতা। সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে মানসিক এবং আত্মীক স্থিতিশীলতা তা না হলে সুপারহিরো হওয়া সম্ভব না।
★হউকআই/হোকআইঃ
বেশিরভাগ সুপারহিরোরাই সাধারণ মানুষের থেকে দক্ষ। হউকআইয়ের ক্ষেত্রেও এমনটিই হয়েছে। মার্ভেলের এই সুপারহিরো একজন বেশ দক্ষ তীরন্দাজ। আপনি যদি নিয়মিত অনুশীলন করেন তবে আপনিও হতে পারবেন হউকআই। বাস্তবে এমন অনেকজন তীরন্দাজেরই দেখা যায় যারা হউকআইয়ের সাথে বেশ টক্কর দিতে পারবে। প্যারা অলিম্পিকের তীরন্দাজ ম্যাট স্টাটজম্যান ৩০০ মিটার দূর থেকে লক্ষ্যে তীর মারতে পারতেন।
★ব্ল্যাক উইডোঃ
ব্ল্যাক উইডো হতে হলে আপনাকে মার্শাল আর্টে নিদারুণ দক্ষ হতে হবে। এর জন্য শরীরের প্রত্যেকটি মুভমেন্টে নিদারুণ দক্ষতা দেখাতে হবে এই আরকি! তবে হাল্ককে বশে আনার ক্ষমতা আপনি পাবেন কি না সেটা বলা যাচ্ছে না।
★ আয়রন ম্যানঃ
ইলন মাস্ককে তো অনেকে আয়রন ম্যান বলেই ডাকেন। আয়রন ম্যান হতে চাইলে আপনার লাগবে আধুনিক উন্নততর প্রযুক্তির সহয়তা। হয়তো ভবিষ্যতে বানানো যাবে আয়রন ম্যান এবং এই সুপারহিরো হওয়ার স্বপ্নটি বাস্তবায়ন হবে।
★ স্পাইডার ম্যানঃ
স্পাইডার ম্যান মানেই শুধু দেয়ালে ঝুলে থাকা নয়।
সুপার হিউম্যান স্ট্রেংথ নিকটতম ভবিষ্যতে এই পাওয়ার আমরা পেতে পারি।
সুপার ফাস্ট হিলিংস ফ্যাক্টর -) খুবই সম্ভব
হয়তো ভবিষ্যতে হতে পারে।
স্পাইডার সেন্স! -) এইটা অনেকটা সিক্সথ সেন্স এর মত। যাদের সিক্সথ সেন্স বেশ প্রখর তাদের স্পাইডার ম্যান হওয়ার সম্ভাবনা বেশি।
আপনি যদি বড় ধরনের বডি ট্রান্সফরমেশন বা জেনেটিকাল মিউটেশনের মধ্য দিয়ে যান তাহলে স্পাইডার ম্যান হওয়া বেশ সম্ভব।
★ উলভারিনঃ
উলভারিন হতে হলে আপনার লাগবে বড় ধরনের বডি ট্রান্সফরমেশন বা জেনেটিকাল মিউটেশন। এর সাথে সাথে উলভারিনের মতো নখর পেতে লাগবে ধারালো কিছু যন্ত্রপাতি।
★ থরঃ
মিথলজির এই দেবতার মতো সুপারহিরো হতে লাগবে টেসলা মহাশয়ের সহায়তা। আপনি যদি টেসলা কয়েল আর টেসলা ভূমিকম্প সৃষ্টিকারী যন্ত্র একটি হাতুড়িতে ঢুকিয়ে ফেলেন, কাজ এখানেই শেষ। অভিনন্দন আপনি হয়ে গেছেন বজ্রপাতের দেবতা। মাটিতে একটা আঘাত করেই দেখুন না কি হয়! বাড়ির ফ্লোর ভেঙ্গে গেলে বা অন্য কিছু হলে এর দায় সায়েন্স বী নিতে বাধ্য না। তাই আগেই সাবধান করে দিলাম। আর হ্যাঁ টেসলার ভূমিকম্প তৈরির যন্ত্র নিয়েও রয়েছে ধোঁয়াশা। তাই থর হওয়ার ব্যাপারটি সম্পূর্ণ আপনার ওপড়েই ছেড়ে দিলাম৷
সুপারহিরো হওয়া মোটেও কঠিন নয়, এর পিছনে তেমন কোনো রকেট সায়েন্সও নেই। তবে প্রযুক্তির উন্নতির জন্য অপেক্ষা না করে আপনি নিজেই সুপারহিরো হতে পারেন "Not All Heroes Wear Capes"। আশেপাশের মানুষকে সাহায্য করুন দেখবেন নিজেকে সুপারহিরোর চেয়ে কম মনে হবে না। এরপরও যদি আপনার তাড়াহুড়ো থাকে তাহলে নিউ মার্কেট থেকে সুপারহিরো স্যুট পরে সুপারহিরো হয়ে জান। সুপারহিরোদের মতো ডান্স করতে চাইলে অবশ্য ফলো করুন ঢালিউড সুপারহিরো রুবেলকে।
লেখকঃ Fariha Karim
#science #bee #facts #marvel #dc #superhero