আমাদের চোখ সাধারণতই খুবই স্পর্শকাতর। চোখে অপারেশনের কারণে আমাদের চোখ আরও বেশি স্পর্শকাতর হয়ে যায়, এছাড়া ক্ষত শুকানোর আগেই জীবানু সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় ফলে হিতে বিপরীত হয়ে আরও বিভ্রান্তি দেখা দিতে পারে। এজন্যই ডাক্তারেরা সবসময় চোখে অপারেশনের পর চোখে বা এর আশেপাশে ও পানি লাগাতে নিষেধ করে থাকেন। কারণ পানিতে নানা রকম জীবাণু থাকা খুব স্বাভাবিক একটা বিষয়। আমাদের শরীর সেটার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখলেও অপারেশনের পর চোখের এবং আশেপাশের পেশিগুলো স্পর্শকাতর থাকার দরুন খুব সহজেই আক্রান্ত হয়ে যায়। এই জন্যই ডাক্তারেরা অপারেশনের পর চোখে পানি লাগাতে নিষেধ করে থাকেন। এমনকি যেকোনো স্থানে অপারেশনের পর বা যেকোনো কাটা স্থানে পানি লাগলে জ্বলুনির পাশাপাশি জায়গাটি পেকে যাওয়ার ও সম্ভবনা থাকে। একই ব্যাপার এই ক্ষেত্রেও প্রযোজ্য।