মেডিক্যাল টেকনোলজি দিন দিন ক্রমশ উন্নত হচ্ছে।একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার আগামী কয়েক দশক মেডিক্যাল ইন্ড্রাস্ট্রিকে আরো উন্নত রূপ দিতে সহায়তা করবে, তা হলো বায়োসেন্সর বা বায়োলজিকাল সেন্সর।রক্তচাপ, পালস বা নাড়ির স্পন্দন, শরীরের তাপমাত্রা, বিভিন্ন ধরনের টেস্ট এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে ক্যালিব্রেটেড(Calibrated) ও উন্নত ডিজাইন ব্যবহার করে বায়োসেন্সর মুহুর্তের মধ্যে নির্দিষ্ট ফলাফল দিতে পারবে, যা স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটাবে।
'Sensible Medical' নামক একটি বায়োটেক ইনোভেশন কোম্পানি এ ক্ষেত্রে উল্লেখযোগ্য নেতৃত্ব দিচ্ছে। সাধারণত হার্ট ফেইলিউর রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় এবং ফুসফুসে ফ্লুইডের পরিমাণ বেড়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় 'Pulmonary edema'।তারা এমন একটি মনিটর বানিয়েছে যার সহায়তায় হার্ট ফেইলিউরসহ অন্যান্য ফুসফুসের ফ্লুইডজনিত সমস্যার রোগীদের ক্ষেত্রে ফুসফুসে ফ্লুইডের পরিমাণ ট্র্যাক করা যাবে।যদি রোগীদের ফুসফুসে ফ্লুইড উল্লেখযোগ্য পরিমাণে কমতে থাকে কিংবা বেড়ে যায়, তাহলে এই বায়োসেন্সর সাথে সাথে এলার্ট তৈরী করে ডাক্তারকে জানিয়ে দিবে।এতে করে অনেক রোগীর প্রাণ বাঁচানো সহজ হবে।
© সাদিয়া ইয়াসমিন