জ্যামিতির জনক বলা হয় ইউক্লিড কে। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রীসের এই গণিতবিদ তাঁর সময়ে জ্যামিতি সংক্রান্ত সকল জ্ঞান Elements নামক এক গ্রন্থে সংকলন করেন। পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত কিছু জ্যামিতিক সত্য-কে স্বীকার্য ও স্বতঃসিদ্ধ হিসেবে ধরে সম্পাদ্য ও উপপাদ্য সংগ্রহ করেছেন এ বইয়ে। আজকের দিনেও জ্যামিতি শিক্ষায় এ উপায় অবলম্বন করা হয়।