চোখ লাল হওয়ার পিছনে বেশকিছু কারণ থাকতে পারে। তন্মধ্যে চোখের এলার্জি, ইনফেকশন, গ্লুকোমা , চোখ উঠা, শারীরিক সমস্যা, জ্বর ইত্যাদি অন্যতম। তাছাড়া লবনাক্ত ও জীবাণুযুক্ত পানির সংস্পর্শে, ধূলোবালি, ঘুমের স্বল্পতা , ভাইরাস জনিত কারণে চোখ লাল হতে পারে। জন্মগতভাবে চোখের শিরা-উপশিরায় রক্ত সঞ্চালনের অসামঞ্জস্য থাকলে চোখ লাল হতে পারে। চোখ লাল হওয়া স্বাভাবিক থেকে মারাত্মক হতে পারে। তাই চোখ লাল হলে যতো দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।