Mohammed Fatin-
সাধারণত ঘোড়া বাহনের কাজে ব্যাবহৃত হয়। তবে বেশি পরিমাণে কাজ করানো হলে বা তার বেশি দৌড়াতে হলে ধীরে ধীরে পায়ের খুর ক্ষয় হতে থাকে।
ফলে ঘোড়া ধীরে ধীরে ব্যাথা অনুভব করতে থাকে এবং রোগ-জখম হয়ে অসুস্থ হয়ে মারা যেতে পারে। তাই এসব থেকে বাঁচার জন্য এর পায়ে লোহার বা আকরিক লোহার খুর লাগানো হয় যাতে পা সুরক্ষিত থাকে।
তবে কৃত্রিম খুর লাগানোর সময় এরা কোনো প্রকার ব্যাথা অনুভব করে না, কেননা ঘোড়ার পায়ের তলায় কোনো অনুভূতিগ্রাহক সম্পন্ন স্নায়ুতন্ত্র নেই। যার কারণে তারা কোনো প্রকার ব্যাথা অনুভব করতে পারে না।