একখণ্ড লােহা ও একখণ্ড কাঠকে কিছুক্ষণ রৌদ্রে ফেলিয়া রাখিবার পর স্পর্শ করিলে লােহা বেশি গরম অনুভূত হয়। কারণ লােহা তাপের সুপরিবাহী। উত্তপ্ত লােহাকে হাত দ্বারা স্পর্শ করিবার সংগে সংগে তাপ শরীরে পরিবাহিত হয়। কিন্তু কাঠ তাপ কুপরিবাহী, সুতরাং কাঠ হইতে সামান্য পরিমাণ তাপ শরীরে পরিবাহিত হয়। অতএব লােহা অধিকতর গরম অনুভূত হইবে।