তার বা কেবল ছাড়া ডেটা আদান প্রদানের অন্যতম এক পদ্ধতি হলো মাইক্রোওয়েভ। মাইক্রো ওয়েভ এক ধরনের ইলেকট্রিক্যাল ওয়েভ যা সেকেন্ডে প্রায় ১ গিগা বা তারচেয়ে বেশি ফ্রিকোয়েন্সী দেয়। মাইক্রোওয়েভ সিস্টেমে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ট্রান্সমিটার থাকে আর গ্রহণ করার জন্য থাকে রিসিভার। এদেরকে একত্রে বলে ট্রান্সসিভার (Transceiver)
মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সী রেঞ্জ হচ্ছে 300 Mhz – 30 GHz.
মাইক্রোওয়েভের এন্টেনা সাধারণত উঁচু কোন টাওয়ারের উপর বসানো থাকে যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।