আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) হলো মূলত মানুষ যেভাবে চিন্তা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করা। বাংলায় একে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে থাকি। আমরা একটি জিনিস চিন্তা করি। একটা কম্পিউটার যেভাবে অতি দ্রুত কাজ গুলো সম্পন্ন করে, মানুষ কি সেভাবে পারে? না, পারে না। Artificial Intelligence এ মানুষের বুদ্ধি কে কাজে লাগিয়ে কম্পিউটার পরিচালনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি নিয়ে গবেষণা করে।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook (ফেইসবুক) অফিসে গবেষণার সময় দেখা যায় যে ২টি আলাদা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রোগ্রাম নিজেদের মধ্যে নতুন একটি ভাষায় কথা বলছে, যার কারণে অতি দ্রুত সেটি বন্ধ করে দেয় ফেইসবুক কর্তৃপক্ষ। এটা দেখে অনেকেই মনে করতে পারে যে artificial intelligence ক্ষতিকর অথবা মারাত্মক কিছু। কিন্তু এরকম কিছুই না। Artificial Intelligence এর জন্য আমাদের জীবন যাত্রা আরো সুষম হচ্ছে ধীরে ধীরে। বিভিন্ন সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান, জ্ঞানের উপস্থাপন, পরিকল্পনা, যন্ত্রের শিক্ষায় এবং স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ ইত্যাদি কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাবহার উল্লেখযোগ্য।