প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনার উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়। এখানে অনুকরণকৃত পরিবেশ হুবুহু বাস্তব পৃথিবীর মতন হতে পারে। আবার অনেক সময় অনুকরণকৃত পরিবেশ বাস্তব পরিবেশ থেকে আলাদা হতে পারে।