পৃথিবী সুষম গোলাকার নয়। মেরু অঞ্চলের দিকে পৃথিবী তুলনা মূলক কেন্দ্রের নিকট বর্তি থাকে। অভিকর্ষজ ত্বরণ g = GM/R^2, যেখান R হলো কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে অবস্থান কারি বস্তুর দূরত্ব। অর্থাৎ, বস্তু থেকে কেন্দ্রের দূরত্ব যতো কম হবে, অভিকর্ষজ ত্বরণ এর মান ততো বেশি হবে।তাই মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ এর মান সবচেয়ে বেশি।
আর কোনো বস্তুর ওজন, w=mg.
অর্থাৎ, অভিকর্ষজ ত্বরণ এর মান যতো বেশি বস্তুর ওজন ততো বেশি হবে। তাই মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয়।