অণুজীব খালি চোখে দেখা যায় না। এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত কোষ নেই। অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়। এদের আদিজীবও বলা হয়। ভাইরাস অণুজীবটির কোনো কোষ নেই। তাই ভাইরাস অকোষীয় অণুজীব। ব্যাকটেরিয়া অণুজীবটি আদিকোষী। এদের সুগঠিত কেন্দ্রিকা নেই। শৈবাল, ছত্রাক অণুজীবগুলো প্রকৃত কোষ। এদের কোষের কেন্দ্রিকা সুগঠিত।
অণুজীব জগৎ তিনটি রাজ্যে বিভক্ত। যথাঃ
৹ এক্যারিওটা বা অকোষীয়
৹ প্রোক্যারিওটা বা আদিকোষী
৹ ইউক্যারিওটা বা প্রকৃত কোষী